‘রোজা রাখলে ক্যান্সার কোষ ধ্বংস হয়’

২৮ মার্চ, ২০২২ ১৭:৩৭  
মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় রুকন রমজান সমাগত। এই লক্ষ্যেই সোমবার (২৮ মার্চ ২০২২) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত হলো “রমজানের স্বাস্থ্যগত উপকারিতা” শীর্ষকবিজ্ঞান বক্তৃতা। বিজ্ঞান ও ইসলামের নিরিখে রোজার স্বাস্থ্য ও মানসিক উন্নয়নের বিজ্ঞান ভিত্তিক এই বক্তৃতায় অংশ নেন রাজধানীর দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার ১৩৫ জন শিক্ষার্থী। এতে রমজানে রোজা রাখার শারীরিক উপকারিতা সম্পর্কে বৈজ্ঞানিক বিশ্লেষণধর্মী তথ্য ও উপাত্ত উপস্থাপন করা হয়। বক্তৃতাকালীন আলোচনায় অংশগ্রহণ করে মোঃ তানজিম ইসলাম, মোঃ রোকনুজ্জামান এবং মোঃ কামরুল হাসান। বক্তৃতাকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “রোজা রাখার ফলে শরীরের রোগজীবাণু ও ব্যাকটেরিয়া ধবংস হয়ে যায়, বিপাকীয় কার্যক্রম শক্তিশালী হয়, ক্যান্সার কোষ ধ্বংস হয়।” তিনি আরো বলেন, “সারাদেশের চিকিৎসক, বিজ্ঞানী ও গবেষকরা প্রমাণ করেছেন, রোজার অফুরন্ত শারীরিক উপকারিতা রয়েছে। এমনকি গ্যাস্ট্রিক ও ডায়াবেটিস রোগীদেরও রোগের মাত্রা রোজার সময় হ্রাস পায় এবং শারীরিক স্থিতিশীলতা ফিরে আসে। রোজার মাধ্যমে মানুষ মহান আল্লাহ্‌র সান্নিধ্য লাভ করে এবং সমাজে দরিদ্র মানুষের প্রতি সহানুভূতিশীলতা সৃষ্টি হয়।” অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের জন্য ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী এবং জাদুঘর ঘুরে ঘরে দেখেন। এছাড়া বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্মারক উপহার প্রদান করা হয়।